বান্দরবান সদর প্রতিনিধিঃ
"নিত্য নতুন আবিষ্কারে চমকে দিবো বিশ্বটারে" এ স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর বান্দরবান শাখার ফুলকুঁড়ি বিজ্ঞানচক্রের উদ্যোগে আয়োজন করা হয় ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজ্ঞানমেলা ২০২৫।
ফুলকুঁড়ি বিজ্ঞানচক্রের পরিচালক মাহীর ইরতিসাম-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের অর্থ সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ শিশু একাডেমি বান্দরবানের শিশু কর্মকর্তা শাহাদাত হোসেন এবং ফুলকুঁড়ি আসর বান্দরবান শাখার সাবেক পরিচালক আজিজ মাহমুদ।
ফুলকুঁড়ি আসর ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়ে ২০২৫-এ এসে ৫১ বছর পূর্তির দোরগোড়ায়। ৫১ বছর পূর্তিকে সামনে রেখে বান্দরবানের ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে বিজ্ঞানমেলা ২০২৫ আয়োজন করা হয়। বান্দরবানের ক্ষুদে বিজ্ঞানীরা প্রায় ১৫টিরও বেশি বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে। ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক দক্ষতার অনন্য প্রদর্শনীতে দর্শনার্থীরা ব্যাপক আগ্রহ প্রকাশ করেন।
আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে সেরা ৫টি প্রজেক্টকে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও স্মারক উপহার তুলে দেওয়া হয়।
উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের এই সৃজনশীল উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড