আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর সদর পৌরসভায় প্রেমের বিয়ের এক বছর পর স্বামী তানভীর ইসলাম (৩২) নামের এক স্বামীর ছুরিকাঘাতে মোছা. জুথি খাতুন (২৩) নামের এক স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার কাঁঠালতলী মোড় সংলগ্ন ভবানীপুর গ্রামে যাওয়ার গলির ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত জুথি খাতুন নওগাঁ সদর পৌরসভার আনন্দনগর মৃধাপাড়া গ্রামের ঝন্টুর মেয়ে।
জানা যায়, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে জুথি খাতুনের বিয়ে হয় গাজীপুরের বাসিন্দা তানভীরের সঙ্গে। তবে বিয়ের কিছু দিন পর সে জানতে পারে তানভীরের আরও একটি স্ত্রী রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। একপর্যায়ে জুথি স্বামীর বাড়ি ছেড়ে নওগাঁয় বাবার বাড়িতে চলে আসেন এবং আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলার আজ নির্ধারিত তারিখ থাকায় সে তার মাকে সাথে নিয়ে আদালতে যাচ্ছিল। এরমধ্যে সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার কাঁঠালতলী মোড়ে একটি মাইক্রো রেখে মোড় সংলগ্ন ভবানীপুর গ্রামে যাওয়ার গলির ভেতরে পূর্বে থেকে ওৎ পেতে থেকে জুথি খাতুনকে ছুরির আঘাত করে পালিয়ে যায় স্বামী তানভীর ইসলাম। তাদের ডাকচিৎকারে স্থানীয়রা জুথি খাতুনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জুথি খাতুনের বাবা ঝন্টু বলেন, এক বছর আগে আমার মেয়ের বিয়ে দিই। তার স্বামী পরিবারের লোকজনের অত্যাচার সে চলে আসে। এরপর আদালতে মামলা দায়ের করে। সে মামলার হাজিরা দিতে সে আজ আদালতে যাচ্ছিল। পথে তাকে তানভীর ছুরি দিয়ে মেরে ফেলে।
এবিষয়ে জানতে তানভীর ইসলামের মুঠোফোনে কল দিলে সেটা বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সত্যতা নিশ্চিত করে নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড