পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে নেসকোর প্রিপেইড মিটার সংযোগ বন্ধ সহ গ্রাহক হয়রানী ও ডিজিটাল মিটার চালু রাখার দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে স্থানীয়রা। বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের ঢাকামোড়ে উপজেলা সচেতন নাগরিক কমিটির ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়। পরে বিক্ষোভকারীরা প্রতিবাদ মিছিল ও বিভিন্ন স্লোগান সহ নেসকোর প্রধান গেইটে অবস্থান নেয়।
কর্মসূচি চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, নেসকোর প্রধান প্রকৌশলী মোঃ মাসুদ পারভেজ ও আন্দোলনকারী নেত্রীবৃন্দদের মধ্যে ঘন্টাব্যাপি বৈঠক চলে। বৈঠকে গ্রাহক স্বেচ্ছায় প্রিপেইড মিটার না নিলে কর্র্তৃপক্ষ জোরকরে কারো কাঁধে চাপিয়ে দিতে পারবে না। এই সিদ্ধান্ত গ্রহিত হয় আলোচনায়। দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসুচি চালিয়ে যাওয়ার হুশিয়ারী দিয়ে স্থান ত্যাগ করেন আন্দোলনকারীরা। প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন, বিদু̈ৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, আশরাফুল ইসলাম, আমান উল্লাহ আমান, গোলাম রব্বানী গোলাম প্রমুখ।