পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মনম্মথপুর ইউনিয়নের গরুডাঙ্গা আবাসন প্রকল্প এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা বিএনপি। রবিবার সকালে দলটির পক্ষ থেকে এ সহায়তা প্রদান করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক।
গত ১ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে টিনসেডের ১০টি ঘর পুড়ে যায়। এতে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ে।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকরাম হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম নান্নুসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিএনপির নেতারা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।দৈনিক আলোকিত নিউজ। পার্বতীপুর প্রতিনিধিঃ মোঃ মশিউর রহমান।।।