মশিউর রহমান,পার্বতীপুর প্রতিনিধি,
দিনাজপুরের পার্বতীপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর বিশেষ অভিযানে ২৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে র্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর থানার মুজাফফরনগর এলাকায় অভিযান চালায়।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
আটক করা মাদক কারবারিরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মুজাফফরনগর এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. মানিক শেখ (২৩) ও মো. জাহিদ সৈনিক (১৯)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, স্থানীয় মো. জাকির হোসেনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার ছেলে মো. মানিক শেখ (২৩) এবং মো. জাহিদ সৈনিক (১৯)–এর শয়নকক্ষের খাটের নীচ থেকে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ২৬৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় তাদের দুজনকে মাদকসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।