মোহাম্মদ ইবনে আলী সরকার,সৈয়দপুর প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডোমার উপজেলা সমন্বয়ক কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডোমার শহরের স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার শীর্ষ নেতৃবৃন্দসহ উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি নীলফামারী জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল মজিদ।
তিনি বলেন,“এনসিপি জনগণের কল্যাণে বিশ্বাসী। রাজনীতি হতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার। আমরা চাই, তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করে জনগণের আস্থা অর্জন করতে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপি জেলা যুগ্ম সমন্বয়কারী মোঃ শাহ্ আজিজুর রহমান। তিনি বলেন,“রাজনীতি এখন আর ক্ষমতা নয়, সেবার মাধ্যম হওয়া উচিত। সংগঠনের ভেতরে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রেখে সকল স্তরে কাজ করতে হবে। তৃণমূল নেতাদের মূল্যায়ন করতে না পারলে সংগঠন টিকবে না।”
সভায় বিশেষ বক্তা মোঃ শামসুল হক শাহ বলেন,“জাতীয় নাগরিক পার্টি একটি গণমুখী রাজনৈতিক প্ল্যাটফর্ম। তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। তাদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামী দিনের সৎ ও দায়বদ্ধ নেতৃত্ব। সংগঠনকে ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। কাজ করতে হবে মানুষের জন্য, মানুষের সঙ্গে।
অন্য আরেক বিশেষ বক্তা মোঃ আখতারুজ্জামান খান বলেন,“আমরা কেবল রাজনৈতিক কর্মী নই, আমরা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধি। এনসিপি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ বিশ্বাস রাখতে পারে। আমাদের রাজনীতি হবে দায়িত্বশীল, মানবিক ও ন্যায়ভিত্তিক। এই সংগঠনকে ডোমারে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
এছাড়াও সভায় আরো বক্তব্য রাখেন এ্যাড. নুর মোহাম্মদ, ডোমার উপজেলা সমন্বয়ক মোঃ আসিফ ইকবাল মাহমুদ।
বক্তারা সকলেই সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার তাগিদ দেন। সংগঠনকে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
সভায় ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সভাটি শেষ হয় একতা, ঐক্য এবং দলের প্রতি দায়িত্ববোধের অঙ্গীকারের মধ্য দিয়ে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড