মিঠাপুকুর প্রতিনিধি:
গত ৩১ আগষ্ট থেকে ৪ দফার দাবিতে,পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৮০টি, সংগঠন অবস্থান কর্মসূচী পালন করে আসছে। ৫ম দিনের কর্মসূচী পালনের পরেও কোনো ধরনের উদ্যোগ না নেওয়ায় এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ২ জনকে চাকরীচ্যুত ও ৩ জনকে বরখাস্ত করার অভিযোগ তুলে আগামীকাল রবিবার (৭-সেপ্টেম্বর) থেকে একযোগে ষ্টেশন ত্যাগ এবং গণ- ছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছে, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন (বাপবিএ)।
শুক্রবার (৫-সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে (বাপবিএ) জানায়, পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে ৪দফা দাবিতে বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা চালু রেখে, শান্তিপূর্ণভাবে গত-৩১ আগষ্ট থেকে, ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতিতে অবস্থান কর্মসূচী পালন করা হচ্ছে। অদ্যবধি পর্যন্ত কর্মসূচী পালিত হলেও কোনো ধরনের সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি,বরং নেত্রকোনায় তাদের ২ সহকর্মীকে চাকরিচ্যুত করা সহ ৩জনকে, বরখাস্ত করা হয়ছে।
গত ১৭ আগষ্ট থেকে প্রায়, ৩৫জনকে বরখাস্ত, শাস্তিমূল্যক ব্যবস্থা গ্রহন করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। গত-২০২৪ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া আন্দোলনের কারনে ৩৬ জন চাকরিচ্যুত,রাষ্ট্রদ্রোহ মিথ্যা মামলায় কারাবন্দি,শতাধিক বরখাস্ত ও সংযুক্ত,সাড়ে ছয়হাজার কর্মকর্তা-কর্মচারীকে গণবদলী করা হয়েছে।
বিরাজমান পরিস্থিতিতে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাদের ন্যায্য দাবী পূরণ করা নাহলে সারাদেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা আগামী রবিবার (৭সেপ্টেম্বর) থেকে একযোগে ষ্টেশন ত্যাগ করে গণছুটিতে গমন করবে।এসময় বিদ্যমাণ সমস্যা সমাধানের উদ্যোগ না নিয়ে নেত্রকোনায় কোনো প্রকার দমনপীড়ন করা হলে তাৎক্ষণিকভাবে সারাদেশের সকল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা,কর্মচারী ষ্টেশন ত্যাগ করবে।
প্রেস বিজ্ঞপ্তিতে,ঘোষিত কর্মসূচী বাস্তবায়নের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫হাজার কর্মকর্তা কর্মচারীকে সর্বচ্ছ প্রস্তুতি গ্রহনের উদ্যোগ নিতে বলা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড