ষ্টাফ রিপোর্টারঃ
পঞ্চগড়ের সরকারি অডিটোরিয়াম হলরুমে জাতীয় সংসদের পঞ্চগড়-১ আসনে আসন ভিত্তিক মতবিনিময় ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে পঞ্চগড় জেলা জিয়া পরিষদের আয়োজনে এ সমাবেশে শিক্ষকরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড়-১ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। তিনি বক্তৃতায় বলেন, “দলীয় কোনো মামলা থাকার কথা নয়। যদি কারও নামে মিথ্যা মামলা থেকে থাকে, আমাদের জানাবেন, আমরা খতিয়ে দেখব। বিএনপি রাজনীতির নামে ব্যবসা করে না। ক্ষমতায় এলে শিক্ষা খাতের অচলাবস্থা দূর করা হবে।”
তিনি আরও জানান, ক্ষমতায় এলে ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এছাড়া নতুন ভোটারদের কাছে শিক্ষকেরা সঠিকভাবে জনগণকে প্রভাবিত করবেন। সমাবেশে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষকরাই মানবতার ফেরিওয়ালা। আপনারা যে মর্যাদা ও দায়িত্বে আছেন, সেটিকে সম্মান জানাতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা জিয়া পরিষদের সভাপতি, দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী মো. কায়েদ ই আজম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এডভোকেট রিনা পারভীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়করা এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও সমাবেশে উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড