নবাবগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতাঃ
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসুচীর মধ্য দিয়ে ঈদ-ই- মিলাদুন্নবী পালিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ১০টায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঐ বিদ্যালয়ের আয়োজনে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও দোয়া মাহফিল, হামত-নাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বর্মন বলেন- উপজেলার ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ -ই- মিলাদুন্নবী উপলক্ষে নানা কর্মসুচী পালিত হচ্ছে।