আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
মিঠাপুকুরের ময়েনপুর কুমারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক স্কুল ফাঁকি দিয়ে রংপুর শহরে অটোচালাচ্ছেন এলাকাবাসীর অভিযোগ। সপ্তাহে ১ দিন /১৫ দিনে ১ দিন এসে স্কুলের হাজিরা খাতায় স্বাক্ষর করেন। স্কুলের গাছ বিক্রি করে সরকারী খাতে ট্রেজারী চালানের মাধ্যমে টাকা জমা না করে সহকারী শিক্ষা অফিসার সহ সমুদয় টাকা আত্মসাৎ করেছেন বলে এলাকাবাসীর অভিযোগ।
উক্ত বিদ্যালয়ে শিক্ষকের পদ ৬ টি। কর্মরত ৬ জন। উপস্থিত ৪জন। অনুপস্থিত ২ জন। প্রধান শিক্ষক শহরে অটোড্রাইভার ১জন শিক্ষক ডেপুটিশনে অন্য বিদ্যালয়ে রয়েছেন। শ্রেনী কক্ষে দেখা গেছে ৩য় শ্রেনীতে ৮ জনের মধ্যে ৫ জন, ৪র্থ শ্রেনীতে ৯ জনের মধ্যে ৬ জন ৫ম শ্রেনীতে ৮ জনের মধ্যে ৫ জন মোট ২৫ জনের মধ্যে ১৬ ছাত্র ছাত্রী উপস্থিত পাওয়াগেছে।বিদ্যালয় মাঠে তার গরু সহ গো খাদ্যের স্তব দেখাগেছে। গতকাল ৪ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার ২টায় সরেজমিনে অনুসন্ধান চালাতে গিয়ে মিলেছে এ তথ্য, চিত্র ও ভিডিও। গণশিক্ষা ও প্রার্থমিক অধিদপ্তরের মহাপরিচালক এঁর সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।