প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ
বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অটোচার্জারের বিদ্যুৎ লাইন ছাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দক্ষিণ বিশ্রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত পহির উদ্দীন (৫২) উপজেলার দক্ষিণ বিশ্রামপুর (খাকিয়া পাড়া) গ্রামের মৃত আব্দুল লতিফ এর ছেলে। পহির উদ্দীন মৃত্যুকালে ২ ছেলে ও ১ কণ্যা সন্তান রয়েছে।
পহির উদ্দীন এর চাচাতো ভাই আব্দুস সোবহান জানান, আমি মসজিদে ফজরের আযান দেওয়ার পরে পহির উদ্দীন সহ আমরা একসাথে নামায আদায় করি। নামায শেষে আমি বাড়ি চলে আসি আর পহির উদ্দীন জিকির করছিল। জিকির শেষে পহির উদ্দীন বাড়ি এসে তাঁর অটোচার্জারের বিদ্যুৎ লাইন ছাড়াতে গেলে সেখানে বিদ্যুৎ লাইনে লেগে যায়। পরবর্তীতে হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত পহির উদ্দীন এর মেয়ে জানায়, আমার বাবা নামায পরে এসে অটোচার্জারের লাইন ছাড়াতে যায়। আমি টিউবওয়েলে মুখ ধুয়ে আসার সময় দেখি আমার বাবা বিদ্যুৎ লাইনে লেগে আছে। আমি দৌড়ে গিয়ে মেইন সুইচ অফ করে দেয়। বাবা তখনি মাটিতে লুটিয়ে পড়লে আমরা দ্রুত বাবাকে বালিয়াডাঙ্গী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার আমার বাবা মারা গেছে বলে জানান।
বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ইউডি মামলা করা হয়েছে এবং তাঁর পরিবারকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত