স্টার্ফ রিপোর্টার:
গাজীপুর চৌরাস্তা শাপলা ম্যানশন এর পিছনে আব্দুল সোবহান এর কাঁচা বাজার ও মার্কেটে ভোর ৫ টার দিকে হঠাৎ আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে স্থানীয়রা
ভোগড়া ফায়ার সার্ভিস খবর দিলে ভোগড়া ফায়ার সার্ভিস থেকে প্রথমে তিনটি ইউনিট এসে কাজ শুরু করে কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরে জয়দেবপুর থেকে আরো দুটি ফায়ার সার্ভিসের ইউনিট এসে যোগ দেয় মোট পাঁচটি ইউনিট একসঙ্গে কাজ করে প্রায় দুই ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে এ কাঁচা বাজার মার্কেটটি গাজীপুরের সবচেয়ে বড় মসলা ও কাঁচা বাজার প্রায় ১৮০ টিরও বেশি দোকান পুড়ে যায় এখানে শুধু কাঁচা বাজার নয় চাল ডাল তেল আলু পিয়াজ রসুন আদা স্বর্ণের দোকান সিলিন্ডারের বোতল তেল ইত্যাদি দোকান ছিল ব্যবসায়ীদের চোখের সামনে সবকিছু পুড়ে যেতে দেখেছে কিছুই করতে পারিনি তারা এ ঘটনায় কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড