মুর্শেদুল কবীর রিপন ঈশ্বরগঞ্জ ময়মনসিংহঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে এক বিশাল র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা কলেজ মাঠে এসে সমবেত হন। প্রচণ্ড রৌদ্রের কারণে শোভাযাত্রা শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামের ভেতরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আমিরুল ইসলাম ভূঞা মনির।
এসময় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঞা হিরা, একেএম হারুন অর রশিদ, আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, এডভোকেট শাহজাহান কবীর সাজু, শরীফ আবেদীন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আজিজুল হক সোহাগ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ.এস.এম সারোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশিদ, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, নূরে আলম, কামরুল ইসলাম, পৌর যুবদলের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর আলম ছিদ্দিকী পলাশ, সদস্য সচিব মাহাবুব আলম কাজল, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ, সদস্য সচিব রিজন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক রয়েল, সদস্য সচিব খলিলুর রহমান প্রমুখ।
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, ১১ ইউনিয়ন বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী বর্ণাঢ্য সাজে র্যালিতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “আমি বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী এবং ঈশ্বরগঞ্জবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটি বাংলাদেশী মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। ১৯৭৮ সালের এই দিনে এক ঐতিহাসিক মুহূর্তে স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি, শহীদ জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড