নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরের বহুল আলোচিত ভাইরাল শাপলা বিল ঘুরে দেখলেন বাংলাদেশ টুরিস্ট পুলিশ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বিল পর্যটনের সম্ভাবনা মূল্যায়নের অংশ হিসেবে তারা পুরো বিল পরিদর্শন করেন।
টুরিস্ট পুলিশ জানিয়েছেন, শাপলা বিলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে তারা একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রণয়ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন।
আশা করা যাচ্ছে, খুব শিগগিরই এই শাপলা বিল একটি স্বীকৃত পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে। এতে একদিকে যেমন স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে, তেমনি গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাটের উন্নয়ন ঘটবে।