ক্রীড়া ডেস্কঃ
ত্রিদেশীয় সিরিজ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ নিয়েছে আফগানিস্তান। সালমান আলি আগার দলকে ১৮ রানে হারিয়েছে আফগানরা। দারুণ এই জয়ে সিরিজের ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল রশিদ খানের দল।
মঙ্গলবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৯ রান করে আফগানিস্তান। জবাব দিতে নেমে শেষ দিকে হারিস রউফের ঝোড়ো ব্যাটিংয়ের পরও পাকিস্তান আটকে যায় ৯ উইকেটে ১৫১ রানে।
ওপেনার রহমানুল্লাহ গুরবাজের উইকেট দ্রুত হারিয়ে ধাক্কা খেয়েছিল আফগানরা। তবে চাপ সামলে আফগাস্তিানকে ভালো অবস্থানে নিয়ে গেছেন সেদিকুল্লাহ আতাল ও ইব্রাহিম জাদরান।
দ্বিতীয় উইকেটে ১১৩ রানের অনবদ্য জুটি করেন আতাল ও জাদরান। দুজনই করেন ফিফটি। সমান ৪৫টি বল খেলে আতাল ৬৪ আর জাদরান ৬৫ রান করেন। তারা আউট হওয়ার পর দ্রুত আরও কয়েকটি উইকেট হারায় আফগানিস্তান। তবে ততক্ষণে পাকিস্তানকে চ্যালেঞ্জ করার মতো পুঁজি হয়ে যায় আফগানদের।
পাকিস্তান ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৩ রানেই ৮ উইকেট হারায়। পনেরোতম ওভারের প্রথম দুই বলে ২ উইকেট তুলে নেন রশিদ খান। তখন নিশ্চিত হার জেনে গ্যালারি ছাড়তে শুরু করেন পাকিস্তানের সমর্থকেরা।
এরপর ব্যাটিংয়ে আসেন হারিস রউফ। রশিদ খানের হ্যাটট্রিক বলটি কোনোমতে ঠেকান তিনি। এরপর চালান তাণ্ডব। ১৬ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন হারিস রউফ। তবে এই ব্যাটারের লড়াই কাজে আসেনি পাকিস্তানের, হারের ব্যবধানটাই কমিয়েছে মাত্র।
এর আগে ফখর জামান ১৮ বলে ২৫, সালমান আগা ১৫ বলে ২০ ও সাহিবজাদা ফারহান ১৩ বলে ১৮ রান করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড