কামাল হাছান ,নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে হঠাৎ বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। গত এক মাসে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী সনাক্ত হয় ৩১ জন। যার মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি ছিলেন বাকি ১৯ জন প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ নিয়ে বাড়ি যান। হাসপাতালে চিকিৎসা রোগীরা সবাই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এর মধ্যে উপজেলা ইন্জিনিয়ার ও স্হানীয় থানার ২ সদস্যও ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে অসুস্হ হয়ে হাসপাতালে আসলে ডেঙ্গু পরীক্ষায় ৩১ জনের ডেঙ্গু ধরা পড়ে।
চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরীক্ষায় ইতিমধ্যে ৩ জনের ডেঙ্গু ধরা পড়েছে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।
হাসপাতালে চিকিৎসা নিয়ে রোগীরা জানান, ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। প্রতিদিনই প্লাটিলেট পরীক্ষা করে দেখছেন ও চিকিৎসা সেবা প্রদান করেছেন চিকিৎসকরা। এখন আমরা সুস্থ।
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা.শিউলি পারভীন বলেন, হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর চিকিৎসাসেবা নিয়মিত দেওয়া হচ্ছ। ডেঙ্গু নিয়ে সকলকে সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।