রোকসানা কাজল,স্টাফ রিপোর্টার:
আবর্জনার শহর গাজীপুর মানুষের দুর্ভোগের শেষ কোথায়
কোথায় সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তর এসব কি তাদের চোখে পড়ে না কিসের জন্য গাজিপুরের উন্নয়ন যাত্রা থেমে আছে সাধারণ জনগন এসব বিষয়ে জানতে চায় নেই ডাম্পিং স্টেশন যত্রতত্র বর্জ্য থাকায় অতিষ্ঠ নগরবাসী সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় রাস্তাঘাট গাজীপুর সিটি কর্পোরেশনের বয়স প্রায় ১যুগ পার হলেও এখনো এ শহরে গড়ে ওঠেনি আধুনিক কোন বর্জ্য ব্যবস্থাপনা ও ডাম্পিং স্টেশন ড্রেনেজ ব্যবস্হা রাস্তার পাশে ফেলা হচ্ছে গৃহস্থলী দুর্গন্ধ ময়লা আবর্জনা ড্রেনেজে নেই ঢাকনা এতে মারাত্মক স্বাস্থ্যের ঝুঁকির পাশাপাশি ভোগান্তি নগরবাসী দুর্গন্ধ আর ময়লা আবর্জনার দুর্গন্ধ যুক্ত পানিতে চলাচল নগরবাসীর জীবন গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কড্ডা সেতুর পাশেই গড়ে তোলা হয়েছে ময়লার ভাগার এখানে প্রতিদিন ফেলা হচ্ছে ময়লা আবর্জনা একইভাবে ফেলা হচ্ছে কোনাবাড়ী ,নাওজুর, বাইপাস, জয়দেবপুর, শিববাড়ির মোড়, ঢাকা ময়মনসিং রোড, তেলিপাড়া, গাছা রোড,বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে এসব বর্জ্য ময়লা আবর্জনা আয়তনের দিক থেকে সবচেয়ে বড় এই গাজীপুর সিটি কর্পোরেশন (৩২৯) বর্গ কিলোমিটার আয়তনে প্রায় ৬০-৭০ লাখ মানুষ বসবাস করে এছাড়াও এখানে রয়েছে প্রায় ৬ হাজারেরও বেশি শিল্প কল কারখানা ফলে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন না হওয়ায় এসব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে রাস্তার পাশে নগরবাসি জানায় রাস্তার পাশ দিয়ে চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে স্থানীয় বাসিন্দারা বলেন এমন দুর্গন্ধ ময়লা আবর্জনার কারণে ছাত্র-ছাত্রীদের রাস্তায় চলাচলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হচ্ছে।
২০১৩ সালে জুলাইয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠন করা হয়। গাজীপুর মহাসড়কের পাশে এই ময়লা আবর্জনার ভাগার ১ যুগ পার হলেও এখনো ডাম্পিং স্টেশনের ব্যবস্থাপনা করা হয় নাই। দুর্ভোগ নগরবাসী বলেন যত দ্রুত সম্ভব জমি অধিগ্রহণ করে ড্যাম্পিং স্টেশন ব্যবস্থাপনা কার্যকারী করা।
দুর্গন্ধ যুক্ত ময়লা আবর্জনা পানিতে মিশে দুর্বিষহ চলাচল নগরবাসী জিবন। নগর বাসীর মানুষের জিবন মানের চিন্তা করে দূর্ত ব্যবস্হা নেওয়ার আশা করে সাধারণ মানুষ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড