
সৈয়দপুর প্রতিনিধিঃ
আআ সকাল সাড়ে আটটার দিকে উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) শ্রমিকদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শ্রমিকরা জানান, গত কয়েকদিন ধরে ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছিলেন তারা। সোমবার রাতেই কারখানা কর্তৃপক্ষ হঠাৎ করে প্রতিষ্ঠান বন্ধের নোটিশ দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকালে শ্রমিকরা ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে সংঘর্ষ শুরু হয়। শ্রমিকরা ইটপাটকেল ছোড়ে, আর আইনশৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস ও গুলি চালায়। এতে ভেন্টুরা লেদার ম্যানুফ্যাকচারিং কারখানার শ্রমিক মো. হাবিব (৩২) ঘটনাস্থলেই নিহত হন। অপর এক শ্রমিকের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে স্থানীয়রা, তবে তার পরিচয় পাওয়া যায়নি।
আহতদের নীলফামারী সদর হাসপাতাল ও আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর নীলফামারী–সৈয়দপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।