সৈয়দপুর প্রতিনিধিঃ
নীলফামারী জেলার সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার(১ সেপ্টেম্বর) শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। উক্ত শোভাযাত্রায় রাজনৈতিক জেলা বিএন। রাজনৈতিক পৌর বিএনপি। রাজনৈতিক উপজেলা বিএন পি। ছাত্রদল, যুবদল ,স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, কৃষক দল, শ্রমিক দল,মহিলা দল, সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ শোভাযাত্রা প্রদর্শন করেন। সভাপতিত্ব করেন জনাব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য কণ্ঠশিল্পী বেবী নাজনীন। আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাজনৈতিক জেলা বিএনপি শাহীন আক্তার শাহীন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।