ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলা বিএনপির উদ্যোগে সোমবার (১ সেপ্টেম্বর) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিকেল ৩ টায় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সচিব ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলামসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, অতীত গৌরব ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের অবদানের কথা তুলে ধরেন।