নাছিমা খাতুন সুলতানা,নেত্রকোনাঃ
নেত্রকোনা জেলার সদর উপজেলার ১২ নং মদনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বজর উদ্দিন এর ছেলে মোঃ ওয়ারেছ মিয়া গংদের জমি জোরপূর্ব ভাবে দখলের নেবার চেষ্টা প্রতিপক্ষের। সূত্রে জানা যায় একই গ্রামের মৃত জয়নুদ্দিন এর ছেলে মোঃ বাবুল মিয়া তার লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে ওয়ারেছ মিয়া গংদের উপর । এ সময় ওয়ারেছ মিয়া সহ বেশ কয়েক জন আহত হয়। আহত ব্যক্তিদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে হামলাকারীদের কবল হতে উদ্ধার করে। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। এই নিয়ে পোরু এলাকায় আলোচনা সমালোচনা ঝড় উঠে। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকগণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রাম ও ভুক্তভোগী ওয়ারেছ এর কাছে জানতে চাইলে তিনি বলেন প্রতিপক্ষ আমাদের দুই বোন এর কাছ থেকে পৈত্রিক সম্পত্তি লিখে নিয়ে যায়। এ ব্যাপারে আমরা কিছুই জানিনা। হঠাৎ করে গত ২৮/৭/২৫ ইং তারিখ প্রায় ১২,৩০ মিনিটে আমাদের উপর আক্রমণ চালায় ও জমি দখলের চেষ্টা করে। এ ঘটনার মোঃ ওয়ারেছ মিয়া বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি পিটিশন মামলা করেন। যাহারঃ সি আর নং ৫৭৫/২৫ স্মারক নং ৭৩৩ /এডি এম কোট ধারা ১৪০ উক্ত মামলা তুলে নেবার জন্য বাঁদিকে তার পরিবারে লোকজনকে প্রাণ নাসের হুমকি দিচ্ছে ও এমনকি উল্লেখিত জমিগুলো ধন চাষাবাদ করার জন্য দিচ্ছে না প্রতিপক্ষ। এ ব্যাপারে জেলার উদ্বোধন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার এর সাহায্য কামনা করছে মামলার পরিবার বর্গ। প্রকাশ তাকে যে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা চলবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড