আব্দুল হালিম খোকন,ধোবাউড়া প্রতিনিধি:
ময়মনসিংহের ধোবাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। আজ ১লা সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৩টায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আফজাল এইচ খান। তিনি তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা তুলে ধরে বলেন, “গত পনের বছরে আওয়ামী দোসরদের সঙ্গে যাদের সখ্যতা ছিল, তাদের যেন দলে ঠাঁই না হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তে রঞ্জিত এই দলে চাঁদাবাজ, বালু লুণ্ঠনকারী কিংবা ভারতীয় অবৈধ মালামাল পাচারকারীদের স্থান নেই।”
সভাপতির আসন গ্রহণ করেন ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব দুলাল মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোড়াকান্দুলীয়া ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব মঞ্জরুল হক (মনজু)।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আফজাল এইচ খান আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সকল নেতাকর্মী ও ধোবাউড়া উপজেলার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি সব সময় দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যক উপস্থিত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীকে উৎসবমুখর করে তোলে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত সকল নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে থানা রোড প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড