আব্দুল হালিম খোকন,ধোবাউড়া প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলীয়া ইউনিয়নে সরকারের ঘোষিত খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে ইউনিয়নের চারজন ডিলারের মাধ্যমে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
পোড়াকান্দুলীয়া বাজারে নিয়োগকৃত ডিলার মেসার্স সাইদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু সাইদ সকালে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তিনি অত্যন্ত সততা ও আন্তরিকতার সাথে সরকার নির্ধারিত মূল্য ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করেন।
স্থানীয় কার্ডধারীরা জানান, ডিলার আবু সাইদ সঠিক নিয়মে এবং নিরপেক্ষভাবে চাল বিতরণ করে যাচ্ছেন। তারা এ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে তার দীর্ঘস্থায়ী সফলতা কামনা করেন।
উল্লেখ্য, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় জনগোষ্ঠী স্বল্পমূল্যে খাদ্যশস্য পেয়ে উপকৃত হচ্ছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড