নবাবগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতাঃ
দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রতিশ্রুতির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর ১২টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দিনাজপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী এজেএম সাহাবুদ্দিন সুজনের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলা সদরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
শোভাযাত্রায় উপজেলা বিএনপি ও ৯ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে মোটরসাইকেল বহরটি লিফলেট বিতরণের উদ্দেশ্যে বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার দিকে রওনা হয়।