আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
প্রধান শিক্ষক ও কমিটি কর্তৃক প্রায় ২৯ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর উচ্চ বিদ্যালয়ে। বর্তমান বিদ্যালয় সভাপতি মোহাম্মদ মোস্তাফিজার রহমান কর্তৃক ১৯ আগষ্ট ২০২৫ তরিখে প্রধান শিক্ষক বরাবর কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। নোটিশে উল্লেখ করেছেন ২০২২ সালে ১৫ ডিসেম্বর সংরক্ষিত তহবিলে ১ লক্ষ টাকা জমা করেন। ৩ দিন পর ১৮ ডিসেম্বর ২০২২ তারিখে ১ লক্ষ টাকা উত্তোলন করেন। ৭ কার্যদিবসের মধ্যে জবাব চেয়েছেন সভাপতি। এ ব্যাপারে প্রধান শিক্ষক বলেন, এফডিয়ারের টাকা রিজার্ব ফান্ড স্থানত্বরিত করেন জেনারেল ফান্ডে। যার হিসাব নং ০০১২২০০০০২৪৫৪ রাকাব, শুকুরেরহাট শাখা। কমিটির সিদ্দান্ত অনুযায়ী কার্যক্রমতরান্তিত করেন।
বিগত ডিসেম্বর ২০২৩ হতে অক্টোবর ২৪ পর্যন্ত ১১ জনের মাসিক আয় ব্যায়ের নিরিক্ষা প্রতিবেদনে জানাযায় ২ লক্ষ ২৩ হাজার ৬শ ৬০ টাকা আয়ের মধ্যে ২লক্ষ ৫৫ হাজার ২শ ৩২ টাকা ব্যায় দেখিয়ে ৩১ হাজার ৫শ ৭২ টাকা ঘাচতি দেখানো হয়েছে। নিরিক্ষা কমিটির সদস্য সাদেকুল বারীর স্বাক্ষরিত পত্রে জানাগেছে।
উন্নয়নমুলক প্রকল্প দেখিয়ে ৪৫ হাজার টাকা উত্তোলন করে শহীদ মিনারে মাত্র ৭ হাজার টাকা কাজ করে অবশিষ্ট ৩৮ হাজার টাকা আত্মসাখ করেছেন এ মর্মে অভিযোগ করেছেন সভাপতি।
ময়েনপুর উচ্চ বিদ্যালয়ে ৪র্থ শ্রেনীর ৩ জন কর্মচারী নিয়োগের ২৭ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ দাখিল করেছেন সংশ্লিষ্ট সভাপতি মোস্তাফিজার রহমান।
মোট ২৮ লক্ষ ৮৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন তৎকালীন সভাপতি ও প্রধান শিক্ষক। এ ব্যাপারে প্রধান শিক্ষক মোখতার হোসেন বলেন, সাবেক এমপি এইচ এন আশিকুর রহমান ও তাঁর পুত্র রাশেক রহমানের নির্দেশে তৎকালীন সভাপতি নিয়োগ দিয়েছেন। তাঁর শুধু স্বাক্ষর নিয়েছেন বলে প্রধান শিক্ষক জানান। গত ২৮ আগষ্ট ২০২৫ তারিখে সভাপতির ছেলে মিলন একদল বহিরাগত লোকজন নিয়ে প্রধান শিক্ষকের অফিস ঘেরাও করে লান্চিত করার চেষ্টা করেন। গত বৃহস্পতিবার সরেজমিনে অনুসন্ধান চালাতে গিয়ে মিলেছে এ তথ্য ও চিত্র। ##
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড