সৈয়দপুর প্রতিনিধিঃ
মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার জিডি নং-২৩২, তাং-২৯/০৮/২০২৫ ইং মূলে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া নীলফামারী সদর থানাধীন চাপড়া ইউনিয়নের বাবুর বাজারস্থ কেবল নেটওয়ার্ক বাজারে ইং-৩০/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রী ০১.৪৫ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পলায়নের চেষ্টা কালে সঙ্গীয় অফিসার, ফোর্সের সহায়তায় ধৃত আসামী ১। মোঃ বাবুল হোসেন (৩৬), পিতা- মৃত শাহাজ উদ্দিন ওরফে শাহাজদ্দি, মাতা- জোলেখা বেগম, সাং-বর্মতল, চাপড়া ইউনিয়ন, থানা-নীলফামারী সদর, জেলা-নীলফামারী কে আটক করিতে সক্ষম হয়। বিধি মোতাবেক ১নং বাবুল হোসেন এর দেহ তল্লাশী করিয়া ০৩ টি মোবাইল উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে পর্যাপ্ত টর্চ লাইটের আলোতে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত আসামীকে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ কালে এবং তাহার হেফাজত হইতে উদ্ধারকৃত মোবাইল গুলো সার্চ করিয়া নকল থাই ভিসা, থাই লটারী সহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত পাওয়া যায়। যেগুলোর মাধ্যমে সহজ সরল মানুষকে প্রলোভন দেখাইয়া বিকাশ নগদ মাধ্যমে অবৈধ ভাবে টাকা গ্রহন করিয়া আত্মসাৎ করে বলে আসামী প্রাথমিকভাবে স্বীকার করে।
আটককৃত/অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা: ধৃত আসামী ১। মোঃ বাবুল হোসেন (৩৬), পিতা- মৃত শাহাজ উদ্দিন ওরফে শাহাজদ্দি, মাতা- জোলেখা বেগম, সাং-বর্মতল, চাপড়া ইউনিয়ন, থানা-নীলফামারী সদর, জেলা-নীলফামারী।
গৃহীত ব্যবস্থা: ধৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী থানার মামলা নং-৩১, জিআর-২৬৪/২০২৫, তাং-৩০/০৮/২০২৫ খ্রিঃ। ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০(২)/২১(২)/২২(২)/২৪(২)/২৭ ধারা রুজু করা হইয়াছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড