মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌসার গ্রামে নদীভাঙনের স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় চৌসার, জুনিসার বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন নদী ভাঙ্গন এলাকায় পাঁচ শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধনে অংশ নেন।
স্থানীয়রা জানান, পদ্মার শাখা নদীতে অবস্থিত চৌসার গ্রামটি দীর্ঘদিন ধরে নদীভাঙনের হুমকিতে রয়েছে। ইতোমধ্যে বহু ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্ষা মৌসুমে নদীভাঙনের তীব্রতা আরও বেড়ে যায়, ফলে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক চরমে পৌঁছেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, “প্রতিবছরই আমরা ভাঙনের শিকার হই। বহুবার প্রতিশ্রুতি শোনা গেলেও স্থায়ী কোনো প্রতিকার মেলেনি। আমরা অবিলম্বে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ চাই।”
তারা আরোও বলেন, চৌসার গ্রামের পূর্ব এবং পশ্চিম পার্শ্বে স্থায়ী বেড়িবাধ থাকলেও আমাদের গ্রামের ভাঙনকবলিত এলাকায় স্থায়ী কোনো বেড়িবাঁধের ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও শিক্ষার্থী ও বয়োজ্যেষ্ঠরাও অংশগ্রহণ করেন। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
চৌসার গ্রামে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর এই শান্তিপূর্ণ কর্মসূচি নতুন করে সচেতনতার সৃষ্টি করেছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড