শিক্ষা ডেস্কঃ
শিক্ষা সেবায় আনন্দ, গড়বো নতুন দিগন্ত” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ব্যাতিক্রমী আয়োজন সৃজনশীল উদ্যোগ‘ মাইন্ড ম্যারাথন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফুলকুঁড়ি শহর ভোলা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে (ভার্চুয়ালী) প্রধান অতিথি ছিলেন ফুলকুঁড়ি আসর ভোলা জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
ভিন্নধর্মী মেধা যাচাই প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন’। ভোলার শিক্ষাঙ্গনে এই প্রতিযোগিতা সৃষ্টি করেছে নতুন প্রাণচাঞ্চল্য ও সৃজনশীলতার আবহ। এতে ভোলা শহরের উল্লেখযোগ্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এর মধ্যে রয়েছে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়, আবদুর রব স্কুল এন্ড কলেজ, ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল), ভোলা কালেক্টর স্কুল, মাসুমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়, আনাস বিন মালেক (রা) ইসলামী কমপ্লেক্স, হোসাইনিয়া প্রিপারেটরি মডেল মাদ্রাসাসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রায় ১ হাজার ৬শ’ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে ৫০ নম্বরের এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত ছিল-সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়াবলী, পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্ন এবং আইকিউ। ফুলকুঁড়ি আসর ভোলা জেলা শাখার পরিচালক মেহেদী হাসান সাব্বির এবং সহকারী পরিচালক হাসানুল বান্না-এর নেতৃত্বে আয়োজনটি প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে শিক্ষার্থীদের নতুনভাবে শেখা, চিন্তা ও বিশ্লেষণের দক্ষতা যাচাইয়ের সুযোগ এনে দিয়েছে এই উদ্যোগ।
ভার্চুয়ালী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ফুলকুঁড়ি আসর ভোলা জেলা শাখার উপদেষ্টা সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, ভোলার শিশু-কিশোরদের মেধা বিকাশে ও মনন গঠনে এই ধরনের সৃজনশীল আয়োজন নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আমরা চাই, প্রতিটি বিদ্যালয়ে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিতভাবে হোক। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর। সবুজ প্রান্তর, নদী-সাগরের মেলবন্ধন আর নীরব প্রকৃতি শিশু-কিশোরদের স্বপ্ন দেখায় নতুন দিগন্তের। এই মনোমুগ্ধকর পরিবেশেই ফুলকুঁড়ি আসরের কার্যক্রম শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে তৈরি করছে নতুন দিশা।
অনুষ্ঠানে শিক্ষাবিদ, অভিভাবক ও শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে-‘মাইন্ড ম্যারাথন’ শিশুদের শুধু পড়াশোনায় আগ্রহী করছে না, বরং তাদের আত্মবিশ্বাস, যুক্তিবোধ ও সৃজনশীলতা বৃদ্ধিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড