গাজীপুর প্রতিনিধিঃ
নাজমুল খানঁ চান্দনা চৌরাস্তা ব্রয়লার মুরগী ব্যবসায়ী প্রোপাইটর নাদিয়া আফিয়া ব্রয়লার হাউস। গত ২৪/০৮/২০২৫ তারিখে ট্রেড এগ্রো লিঃ কোম্পানির কাছ থেকে ২০০০ হাজার কেজি ব্রয়লার মুরগি ক্রয় করা হয়। ক্রয় করার পর নাদিয়া আফিয়া ব্রয়লার হাউসে ক্রয় কৃত ব্রয়লার মুরগি পূর্নরায় ওজন করিলে ১৫০ কেজি ব্রয়লার মুরগি ওজনে কম পাওয়া যায়।
কম পাওয়ার তর্থ উদগাঠন করার জন্য পূর্নরায় ২৫/০৮/২০২৫ তারিখে ৪০০০ হাজার কেজি ব্রয়লার মুরগি অর্ডার করে বিকেল ৫ টার দিকে নাফিয়া আফিয়া ব্রয়লার হাউজের প্রোপাইটর নাজমুল খানঁ ও ম্যানেজার সুমন ২টি প্রিকআপ নিয়ে ট্রেড এগ্রো লিঃ কোম্পানিতে যান ডেলিভারি আনার জন্য। ট্রেড এগ্রো লিঃ কোম্পানিতে গিয়ে ৫৫২০০০ হাজার টাকা জমা প্রদান করেন।
টাকা জমা দিয়ে বসে থাকেন ব্রয়লার মুরগির আশায়
রাত আনুমানিক ১১ টায় ৫০০ কেজি ব্রয়লার মুরগি দেন।
নাফিয়া আফিয়া ব্রয়লার হাউসের মালিক নাজমুল খানঁ উক্ত মুরগি পূর্নরায় মাপার জন্য অনুরোদ করেন।
কারন ২০০০ হাজার কেজি ব্রয়লার মুরগি নিয়ে ১৫০ কেজি কম পেয়েছে তাই বার বার অনুরোদ করেন ট্রেড এগ্রো লিঃ পোডাকশন ম্যানেজার হানিফ হাওলাদারকে। হানিফ হাওলাদার পূর্নরায় ওজন করার অস্বিকার করেন।
নাজমুল খানঁ অনুরোদ করেন
কোনো অনুরোদ না শুনে হানিফ হাওলাদার ও ম্যানেজার ও কর্মচারী নিয়ে নাজমুল খানঁ এর উপর রড নিয়ে হামলা চালায় উক্ত হামলায় মাথায় আঘাত প্রাপ্ত হইয়া নাজমুল খানঁ অঘ্রান হয়ে পড়েন। অঘ্রান হওয়ার পর নাজমুল খানেঁর হাতে থাকা ২ টি স্বর্নের আংন্টি ১ টি স্মার্ট সামসাং মোবাইল ফোন
ব্যাগে থাকা ৪৮০০০০ হাজার টাকা ছিনিয়ে নেন।
নাফিয়া আফিয়া ব্রয়লার হাউজের ম্যানেজার সুমন কৌশলে ৯৯৯ নাম্বারে ফোন দিলে কাশিমপুর থানা পুলিশ ট্রেড এগ্রো লিঃ কোম্পানিতে এসে নাজমুল খানঁ ও ২ টি প্রিকআপ সুমন ও ড্রাইভারকে উদ্বার করেন।
উদ্বার কৃত নাজমুলের অবস্হা খারাপ হওয়ায় শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করানো হয়।
নাজমুল খানঁ কিছুটা সুস্হ হলে কাশিমপুর থানায় বসে মিমাংশাার কথা বলে ডেকে নিয়ে যায় নাজমুল খানঁ ও তার ম্যানেজার কাশিম পুর পৌছালে একদল সন্তাসী তাদের পিছনে লেলিয়ে দেয়। পুলিশ এসে তাদের হেফাজতে নিয়ে নেয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড