সৈয়দপুর প্রতিনিধিঃ
নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার নীলফামারী এ.এফ.এম. তারিক হোসেন খান এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৭ আগস্ট) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। রাত প্রায় ৯টা ১০ মিনিটে সৈয়দপুর উপজেলার ওয়াপদা মোড় এলাকা থেকে রংপুরগামী মহাসড়কের খাতিজা ফিলিং স্টেশনের বিপরীতে কাদের মিয়ার চায়ের দোকানের সামনে এ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সৈয়দপুর শহরের,মোঃ পলাশ মিয়া (৩৫), পিতা- মোঃ শুক্কুর আলী,কাজীপাড়া, ৯নং ওয়ার্ড ও মোঃ ফজলে রাব্বী (২০), পিতা- মোঃ আঃ রশিদ,বানিয়াপাড়া ১০নং ওয়ার্ড।
অভিযানে পলাশ মিয়ার শরীর তল্লাশিতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ফজলে রাব্বীর কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোট ১১৫ পিস ইয়াবা স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বৈধ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সৈয়দপুর থানায় মামলা মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।