আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
মিঠাপুকুরে হত্যা মামলার আসামী গবিন্দ চন্দ্র প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে ও আখিরা হাট উচ্চ বিদ্যালয় চাকুরী করছেন নিয়মিত বেতন ভাতা উত্তোলন করছেন। তাকে গ্রেফতারের জন্য জামায়াতনেতা ও মামলারবাদী বারংবার তাগিদ দিলেও পুলিশ কোর রকম চেষ্টা না করেই দায়সারা ভাবে বলছেন আসামি এলাকায় নেই খুজে পাওয়া যাচ্ছে না, অথচ কালীর মোড়, এরশাদমোড়, আখিরাহাটে দেখা যাচ্ছে। উচ্চ বিদ্যালয় হতে নিয়মিত বেতন উত্তোলন করছেন। আওয়ামীলীগ নেতা সাবেক এমপি জাকির হোসেন সরকারের নির্বাচনের
সম্বনয়করী ছিলেন, হত্যা মামলার আসামী ১নং খোড়াগাছ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে।
সহকারী শিক্ষক গোবিন্দ্র চন্দ্র বর্মন মাষ্টার কে ২৮শে আগষ্ট ২০২৫ বৃহস্পতিবার দুপুরে মিঠাপুকুর সরেজমিনে গিয়ে দেখা পাওয়া যায় তার বিরুদ্ধে শিবির নেতা হত্যা মামলা সহ সাবেক এমপি পুত্র রাশেক রহমানের একান্ত কমিটির সদস্য গোবিন্দ চন্দ্র বর্মন বলে অভিযোগ রয়েছে। তার মামলার আসামী নং- ৩৪ ঘটনার বিবরণে প্রকাশ, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী দুপুর ১টা হতে ২টা ৩০ ঘটিকায় মিঠাপুকুর জামায়াত অফিস সহ মহাসড়কে বে আইনী জনতায় দাঙ্গায় সমাবেত হয়ে একই উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারণ ও গুরুতর জখম আগ্নেয়াস্ত্র দ্বারা হত্যা ও হুকুম দানের অপরাধে মিঠাপুকুর থানায় শিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ১১/১১৬ ধারা ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৬/৩০২/৩৪/১১৪ পেনাল কোড। উক্ত মামলার বাদী আফতাব উদ্দীন বাদী হয়ে সাবেক এমপি এইচ এন আশিকুর রহমান, রাশেক রহমান, সাবেক এমপি জাকির হোসেন সরকার সহ ২২৪ জনকে আসামী করে মামলাদায়ের করেন। উক্ত গোবিন্দ্র চন্দ্র মাষ্টার ৩৪ নং আসামী। এ দিকে খোড়াগাছ ইউনিয়নে ৩ জন আসামী রয়েছে। তারা হলেন, ৩২ নং আসামী খোড়াগাছ পূর্বপাড়া গ্রামের মনিরুজ্জামান,পদাগন্জ বকশীপাড়া গ্রামের মিলন মিয়া ও ৩৪ আসামী রূপসী সর্দারপাড়া গ্রামের গবিন্দ চন্দ্র বর্মন। তারা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে এবং বলছেন টাকা খরচ করেছি এ মামলায় গ্রেফতার হবনা। বিষয়টি স্বরাষ্ট ও শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষতিয়ে দেখা প্রয়োজন,মোটা অংকের টাকা খেয়ে হয়তো পুলিশ আসামি দেখেও না দেখার ভ্যান করে আসামি গ্রেফতার করছেনা মিঠাপুকুর থানা পুলিশ। অভিলম্বে হত্যামামলার আসামী গবিন্দ চন্দ্র সহ সকল আসামীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন মামলার বাদী।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড