বান্দরবান সদর প্রতিনিধিঃ
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্য তিন জেলায় বাজারফান্ড ভুক্ত জমির লীজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, বন্ধ রাখা ব্যাংক ঋণ চালু করা, ৬১ জেলার ন্যায় রাঙামাটি-খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় ভূমি ব্যবস্থাপনা চালু করা এবং রাজার সনদ বাতিলের দাবীতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগষ্ট) সকালে ১০.০০ টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার জনগণ অংশ নেন।
মানবন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যান্য জেলার চাইতে বান্দরবানের বিভিন্ন আইন ব্যবস্থাপনায় নানারকম সমস্যা সৃষ্টি হচ্ছে। পার্বত্য তিন জেলায় বাজারফান্ডভুক্ত জমিগুলো লীজ দেয়া হলেও তার জন্য কোন ব্যাংক ঋন দেয়া হচ্ছে না, আর এতে ক্ষুদ্র ব্যবসায়ী এবং নতুন নতুন উদ্যোক্তারা নানাবিধ সমস্যায় প্রতিনিয়ত জর্জরিত হচ্ছে। এসময় বক্তারা আরো বলেন, রাঙ্গামাটি-খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার ভূমি ব্যবস্থাপনা আইন সম্পূর্ণ ভিন্নভাবে পরিচালিত হচ্ছে আর এতে সাধারণ মানুষ হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। মানববন্ধনে এসময় বক্তারা পার্বত্য জেলা বান্দরবানে রাজার সনদ বাতিল করা এবং হেডম্যানদের অত্যাচার বন্ধ করার জোর দাবি জানান।
মানববন্ধনে অবিলম্বে সাধারণ জনগণের কল্যাণে দেশের ৬৪জেলায় একই আইন বাস্তবায়নের দাবি জানানো হয়, অন্যথায় আগামীতে বান্দরবানের জেলা প্রশাসকের কার্যালয়সহ পুরো বান্দরবান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে কঠোর কর্মসুচী প্রদানের ঘোঘনা দেয় বক্তারা।
এসময় মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর চেয়ারম্যান কাজী মো.মজিবর রহমান, কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মো. শাহজালাল, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, বান্দরবান জেলা ছাত্র পরিষদের সভাপতি আফিস ইকবাল।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড