নান্দাইল প্রতিনিধিঃ
নান্দাইল (ময়মনসিংহ), ২৭ আগস্ট ২০২৫
নান্দাইল উপজেলায় একের পর এক অনিয়মে জর্জরিত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান চালানো হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সীলগালা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) ইউনো ম্যাডাম। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ওষুধ-সরঞ্জাম ব্যবহার, লাইসেন্সবিহীনভাবে ব্যবসা পরিচালনাসহ একাধিক অনিয়ম ধরা পড়ে।
এ অভিযানে আব্বাস ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার এবং বায়োল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে পৃথকভাবে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি অনিয়মের কারণে কয়েকটি প্রতিষ্ঠান সীলগালা করে দেওয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ইউএনও বলেন, “অসুস্থ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও স্বাস্থ্যসেবার নামে অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের অধিকার রক্ষায় প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।”
অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরাও উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড