মোশারফ হোসেন জসিম পাঠানঃঃ
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলাধীন মাওহা ইউনিয়নের বূ নহাটা গ্রামের মৃত শাহজাহান এর স্ত্রী মোছাঃ রোকসানা বেগম ( ৩৬) এর স্বামীর সাফ কাওলা জমি খরিদ করে দীর্ঘদিন ধরে বুক দখল করে আসছে। যাহার দলিল নং ৫৩৪৫ । মামলার বাদীনীর স্বামী মৃত্যুর পর এই দুর্বলতা সুযোগে একই গ্রামের প্রতিপক্ষ মৃত পশর আলীর ছেলে জসীম উদ্দীন (৬০) সহ তার লোকজন নিয়ে গত ১৯/৬/২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার প্রায় ১১ টার দিকে উক্ত জমিতে চাষাবাদ না করার জন্য বাধা প্রদান করে। এই নিয়ে গ্রামে সালিশ বসেও বিষয়টি সুরাহা হয়নি এবং রোকসানা ও তার ছেলেরা জমিতে গেলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। অসহায় মহিলা বাদী হয়ে গত ২৩/৬/২৫ তারিখে জেলা ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত মামলা করেন প্রতিপক্ষ জসিম উদ্দিন সহ তিন জনকে আসামি করে। যাহার মামলা নং ৮৭৬/২৫ উক্ত মামলা চলমান থাকা অবস্থায় মামলার বাদি সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি বিচার চাই আমি আইনশৃঙ্খলার রক্ষাকারীর বাহিনীর সাহায্য চাই। প্রতিপক্ষ মামলা তুলে নেয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছি। এ ব্যাপারে জেলার উদ্বোধন কর্মকর্তা সুদৃষ্টি কামনা করছে ভুক্তভোগী পরিবারের লোকজন। প্রকাশ তাকে যে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা চলবে । মামলার বাদির ছবি সংযুক্ত
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড