ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ
সাবেক নৌ-মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিয়াম সদস্য ও মাদারীপুর সদর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের শ্যালক সৈয়দ মাহফুজুর রহমান মাহফুজ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন। সোমবার (২৫ আগষ্ট) তাকে গ্রেফতার করা হয়। জুলাই-আগষ্ট/'২৪ এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে মানবতাবিরোধী অপরাধ সহ দূর্ণীতি, হত্যা ও অন্যান্য মামলায় সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খান গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তার গ্রেফতারের পরপরই মাদারীপুর থেকে পালিয়ে গিয়ে অজ্ঞাত স্থানে আত্মগোপনে চলে যান গ্রেফতার হওয়া সৈয়দ মাহফুজ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। তিনি শাজাহান খান পরিবারের সার্বিক পরিবহনের একজন পরিচালক এবং তার উক্ত পরিবহন সহ অন্যান্য পরিবহনে একাধিক বিলাসবহুল দামী গাড়ী রয়েছে বলে জানা গেছে। একদা তিনি সার্বিক পরিবহনের ঢাকার মতিঝিল ও গাবতলী কাউন্টারে প্রথমে কলম্যানের চাকুরী করতেন বলেও জানা যায়। পরে যখন সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খান জানতে পারেন যে, সৈয়দ মাহফুজ তার সম্পর্কে শ্যালক হয়-তখন তিনি কলম্যানের চাকুরী থেকে সরিয়ে তাকে মাদারীপুরে নিজের কাছে নিয়ে আসেন। তখন থেকেই শুরু হয় সৈয়দ মাহফুজের কপাল খুলে যাওয়ার পালা। একে-একে তিনি গাড়ী-বাড়ী সহ অগাধ সম্পত্তির মালকি বনে যেতে থাকেন এবং মাদারীপুর- ঢাকা-টাঙ্গাইল-চট্রগ্রাম- কক্সবাজার সহ দক্ষিণনাঞ্চলের সকল জেলায় তার পরিচালনায় অপ্রতিরোধ্য পরিবহন ব্যবসায়ী হয়ে ওঠেন, সাথে বোনাস হিসাবে পেয়ে যান সার্বিক পরিবহনের ২০% শেয়ার মালিকানা । সাবেক নৌ-মন্ত্রীর শাজাহান খানের দাপট দেখিয়ে একসময় তিনি মাদারীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির একজন বড় মাপের নেতাও বনে যান এবং কয়েকবছর ঘুরিয়ে-ফিরিয়ে তিনি ঐ কমিটিতে বিভিন্ন পদে আসীন হন। নাম প্রকাশে অনিচ্ছুক মাদারীপুরের অনেকেই জানিয়েছেন, তার ঢাকা ও বরিশালে রয়েছে কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্লাট বাড়ী। তার গ্রেফতারে মাদারীপুরের পরিবহন মালিক ও শ্রমিকদের বেশীরভাগের মাঝেই স্বস্তির ছোঁয়া লেগেছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। একজন কলম্যান থেকে এত অল্প সময়ে কিভাবে এত প্রভাবশালী ও সম্পদের মালিক হয়েছেন আটককৃত সৈয়দ মাহফুজ- তা দুদক সহ অন্যান্য গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করলেই বের হয়ে যাবে সম্পদ অর্জনের গুরুরহস্য।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড