ভোলা প্রতিনিধিঃ
একটি গোপন সূত্রে জানা যায় সামনে বিএনপি কমিটি দেওয়া নিয়ে আলোচনা চলতেছে মন্ত্র উপজেলায় সেই কমিটি সভাপতি পদপ্রার্থী। মন্নান হাওলাদার তিনি আগে থেকেই অনেক অসুস্থ সে অসুস্থ মাথায় নিয়েই মানুষের জমি দখল থেকে শুরু করে চাঁদাবাজি সন্ত্রাসী সরকারি চাউল হাতিয়ে নেওয়া সহকারে অনেক অভিযোগের সাথে যুক্ত মন্নান হাওলাদার ও তার ছোট ভাই হোসেন হাওলাদার এবং তার আদরের দুই সন্তান।
গোপন সূত্রে যে কথাটি পাওয়া সে কমিটির সভাপতি পদ হাতিয়ে নেওয়ার জন্য বর্তমানে অসুস্থতার ভান করে ঢাকায় চলে আসতেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকা সত্ত্বেও সেখানে কোন ধরনের ট্রিটমেন্ট না নিয়ে শারীরিক পরীক্ষা না করে সে ঢাকায় আসতেছেন সিনিয়ার নেতাদেরকে দুর্বল করে সে তার পথ হাতিয়ে নেওয়ার একটি কৌশল বলে মনে করছেন সেখানকার স্থানীয় বুদ্ধিজীবী ও পেশাজীবী সকল পেশার মানুষ গন
মনপুরা উপজেলার হাজিরহাট বাজারের একজন সম্মানিত ব্যক্তি তিনি বলেছেন সাংবাদিকদের কাছে উনি যেহেতু অসুস্থ হয়েছেন ডাক্তারের কাছে দাওয়াটা স্বাভাবিক। দুঃখের বিষয় হলো এই যে তিনি ডাক্তারের নাম করে বিশাল বহন নিয়ে লঞ্চে উঠেছেন এখানে কি তার অসুস্থতা বুঝায় আমার তো মনে হচ্ছে যে অন্য কিছু এরপরে সাংবাদিকদের প্রশ্ন সে আরও বলেন যে উনি অসুস্থ তার নাম করে ঢাকায় যাচ্ছেন ঠিকই এখানে তো তার ছোট ভাই আছে সন্ত্রাসী কায়দায় রাজত্ব করে মানুষের পকেট থেকে টাকা ছিনতাই করে আওয়ামী লীগ স্টাইলে সে আত্মসাৎ করে। কিছুদিন আগে আপনারাই তো দেখেছেন তার ছেলের কল রেকর্ড পাশ হয়েছে। এখন আমরা আছি মুখ বুজে সব সাহায্য করে নিব এ ছাড়া আর কিছুই করার নেই। সাংবাদিক প্রশ্ন করেছেন তাহলে আপনারা কেন আইনের কাছে কমপ্লেন করেননি? এই প্রশ্নের মুরব্বি বলেন আছি চার্জার ডাল ভাত খাব আইনের কাছে বিচার দিয়ে নিজের ঘরবাড়ি হারাবো কিনা। তাই স্বাধীন দেশের এভাবে চলার সেভাবে তারাই চলে আমরাও চলি মুখ বুজে সব সহ্য করা ছাড়া আর কিছু করার নাই।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড