নবাবগঞ্জ প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৫ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকাল সাড়ে ৫টার দিকে ভাদুরিয়া ইউনিয়নের আমবাড়ী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ কবির হোসেন (৩৬), মোছাঃ আমেনা বেগম (৫২) ও মোছাঃ হাফিজা বেগম (২২)। তাদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন।