আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
রংপুরে বুধবার ২০ আগষ্ট সকালে রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে এ জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদের বিপরীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সম্পূর্ণ মেধা, যোগ্যতার ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে রংপুর জেলার প্রার্থীদের প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার কার্যক্রম শুরু হয়। বুধবার ২০ আগষ্ট নিয়োগ কার্যক্রমের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।
এ কার্যক্রমে সার্বিক তদারকি ও দিক নির্দেশনা প্রদান করেছেন নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি রংপুর জেলার পুলিশ সুপার আবু সাইম ও পুলিশ হেডকোয়াটার্স থেকে আগত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার এবং রংপুর রেঞ্জ অফিস থেকে একজন অতিরিক্ত পুলিশ সুপার ও রংপুর রেঞ্জের অপর জেলা হতে আগত একজন অতিরিক্ত পুলিশ সুপার।
রংপুর জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাইকরণ পরীক্ষা সুসম্পন্ন হয়। ১ম দিনের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের এবং পরীক্ষার ডিউটিতে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যদের প্রতি অভিনন্দন ও শুভকামনা জানান, পুলিশ সুপার আবু সাইম।