বিশ্বনাথ প্রতিনিধি :
আজ শুক্রবার (২২ আগস্ট) জুম্মার নামাজের আগে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রামের সমছু মিয়া (জঞ্জালের) চায়ের দোকানে ঘটনাটি ঘটে।
খুন হওয়া মাছ ব্যবসায়ী রবিউল ইসলাম উপজেলার দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রামের মৃত আছমত আলীর ছেলে।
চায়ের আড্ডা বসে কথা কাটাকাটি ও গালগালি হয়। প্রতিবাদ করায় সিলেটের বিশ্বনাথে গাঁজা ব্যবসায়ীর হাতে রবিউল ইসলাম (৩৮) নামের এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন।
আরোও জানা যায়, নয়াসৎপুর গ্রামের সমছু মিয়া (জঞ্জালের) চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আনহার ও রবিউল। আড্ডার এক পর্যায়ে বাকিতে গাঁজা বিক্রি করে টাকা না পেয়ে নিজের কাস্টমারদেরকে গালমন্দ শুরু করে গাঁজা ব্যবসায়ী আনহার আলী। এসময় খুন হওয়া রবিউল ইসলাম গালমন্দের প্রতিবাদ করায় প্রথমে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এরপরে আনহার মিয়া বাড়িতে গিয়ে চাইনিজ কুড়াল এনে পেছন দিকে মাছ ব্যবসায়ী রবিউল ইসলামের পিটের ডান পাশে (উপরে) কুপ দেয়। চাইনিজ কুড়ালের কুপে ঘটনাস্থলেই মারা যান মাছ ব্যবসায়ী রবিউল ইসলাম। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। তখন ঘটনাস্থল থেকে আটক গাঁজা ব্যবসায়ী আনহার মিয়াকে গ্রেফতার বিশ্বনাথ থানা পুলিশ । এ ঘটনায় খুন হওয়া রবিউল ইসলামের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘পূর্ব শক্রতার জের ধরে একটি হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড