আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল,মিঠাপুকুর আয়োজনে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়ন বকনা বাছুর গরু বিতরণ করেন। মিঠাপুকুর উপজেলার ১৭ টি ইউনিয়নের মধ্যে খোড়াগাছ, ময়েনপুর ও বড়বালা ইউনিয়ন ছাড়া অবশিষ্ট ১৪ টি ইউনিয়নের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর ৭০ টি পরিবারের মধ্য ৭০টি বকনা বাছুর বিনামুল্যে বিতরণ করা হয়। আজ ১৯ আগষ্ঠ ২০২৫ মঙ্গলবার সকালে আদিবাসীদের মধ্যে ১শ কেজি ওজনের দেড় বছরের বকনা বাছুর বিতরন করা হয়। এ সময় সহকারী কমিশনার মুনতাসির বিল্লাহ,উপজেরা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আলতাব হোসেন, উপজেলা বিএনপি সভাপতি সহকারী অধ্যাপক গোলাম রব্বনী ভিএস সাকিল আহমেদ ঢাকা প্রেস ক্লাব সদস্য এ প্রতিবেদক আব্দুল হালিম উপস্থিত ছিলেন।