ষ্টাফ রিপোর্টার,পঞ্চগড়কঃ
আজ মঙ্গলবার পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুরুতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ উপলক্ষে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব, আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ,,তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, “স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।"
এসময় পঞ্চগড় জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক এম,এ মজিদ, সাবেক মহিলা এমপি এ্যাডভোকেট রীনা পারভীন, জেলা বিএনপির সদস্য ইউনুস শেখ, পঞ্চগড় জেলা শ্রমিক দলের সভাপতি, রাজিউর রহমান রাজু, উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, আনোয়ার হোসেন তাপস, সদস্য সচিব মনিরুজ্জামান মানিক উপস্থিত ছিলেন।
জেলা ও উপজেলা পর্যায়ের এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উৎসব নয়, বরং সংগঠনের প্রতিটি কর্মীর নতুনভাবে দেশ ও জনগণের সেবায় অঙ্গীকারের দিন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড