দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরল উপজেলায় টিনপাড়া গ্রামে নর্থ অর্গানিক এগ্রো ফার্ম খুলে অবৈধভাবে নকল জৈব সার ও কীটনাশক উৎপাদন এবং বাজারজাত করার অভিযোগে ওই কারখানার মালিককে ৭০০০০/= হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ব্র্যান্ডের প্যাকেটজাত করতে নিষেধ করা হয়। কৃষি বিভাগকে ফলোআপ রাখতে বলা হয়েছে।
আজ দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজীত সাহা।
মাটির সঙ্গে ইটের গুঁড়া ও রঙ মিশিয়ে নকল জৈব সার তৈরি করে বাজারে বিক্রি করছিল একটি অসাধু চক্র। বোরো মৌসুম ঘিরে কৃষকদের ঠকিয়ে প্রতারণা করে আসছিল চক্রটি।
স্থানীয় সূত্র জানায়,৩/৪ বছর যাবত দিনাজপুর জেলার বিরল উপজেলা সংলগ্ন টিনপাড়া গ্রামে মোনায়েম নামে এক ব্যক্তি বাড়ি ভাড়া নেন। একই সঙ্গে পাশের আরও দুটি গোডাউন ভাড়া নেন তিনি। এরপর সেখানে ভেজাল সার ও কীটনাশক তৈরি শুরু করেন। গোডাউনের ভেতরে অন্তত ১টি কোম্পানির ঔষধ প্যাকেটজাত করে এবং নকল জৈব সার তৈরি করে কৃষকদের মাঝে বিক্রি করে। পাশেই ছিল মাটি, ইটের গুঁড়া এবং রঙ। এসব দিয়ে ভেজাল সার তৈরি করা হয়।