ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরে তিনটি জাতীয় সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে শিবচর-মাদারীপুর-১ সংসদীয় আসনটি অনেক গুরুত্বপূর্ণ-যেখানে আওয়ামীলীগ সমর্থিত সাবেক পতিত সরকার শেখ হাসিনার ভাতিজা নূরে আলম লিটন চৌধুরীর একক আধিপত্য ছিলো এবং ঐ আসনে তিনি বেশ কয়েকবার সংসদ সদস্য ছিলেন। জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থানে পতিত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেয়ার পর নূরে আলম লিটন চৌধুরীর আর হদিস পাওয়া যায় নি, তিনি কি দেশে, না বিদেশ পালিয়ে গেছেন সেটা জানা যায়নি বর্তমানে ঐ আসনে আওয়ামীলীগের আর তেমন কোনো তোড়জোড় নেই। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভোটে গনতন্ত্রের হাওয়া বইতে শুরু করায় বিএনপি'র রয়েছেন একাধিক প্রার্থী। তারা সকাল-সন্ধ্যা জনগনের ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন, গনসংযোগ করছেন।বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, সুপ্রীম কোর্টের আইনজীবী ও শিবচরের কৃতি সন্তান রোকনউদ্দিন মিয়া উক্ত আসনে বিএনপি'র দলীয় মনোনয়ন প্রত্যাশী একজন প্রার্থী। সকাল-দুপুর, সন্ধ্যা- এমনকি গভীর রাত্রি পর্যন্ত তিনি ঐ আসনের বাসিন্দা, ব্যবসায়ী, মেহনতি মানুষ, কৃষক-শ্রমিক, চাকুরীজীবি, ভোটারসহ সকল পেশা-শ্রেণীর মানুষের সাথে গনসংযোগের মাধ্যমে খুব জোরে-শোরে মাঠে নেমেছেন। শিবচর উপজেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় ছাড়াও তিনি মাদারীপুর জেলা সদরের সাংবাদিকদের সাথে এক মতবিনিয় সভা ও সৌজন্য সাক্ষাতেও মিলিত হন। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সাথে পরিচিত হবার জন্য, আমার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে মতামত ব্যক্ত করার জন্য অনানুষ্ঠানিকভাবে মিলিত হয়েছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন কিনা বা কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি দলীয় হাইকমান্ড কাকে দলীয় মনোনয়ন দিবেন সেটা একান্তই তাদের বিবেচনার বিষয়, তবে দল এবার অনেক যাচাই-বাছাই করে যোগ্য, ত্যাগী, শিক্ষিত,ক্লীন ইমেজ ও রাজপথে বিগত স্বৈরাচারীদের আমলে যে সব নেতারা সক্রিয় ছিলো-তাদেরই মনোনয়ন দিবেন বলে আমার বিশ্বাস। এসময় তিনি আরো জানান, জুলাই গনঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী-ফ্যাসিষ্টদের বিরুদ্ধে রাজপথে তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা হওয়ায় স্বৈরাচারবিরোধী যে কোনো আন্দোলন-সংগ্রামে তিনি মাঠে সক্রিয় ছিলেন এবং এজন্য তাকে হামলা-মামলা, আহত হওয়া, জেলজুলুমেরও শিকার হতে হয়েছে। তিনি নমিনেশন পেলে শিবচর-মাদারীপুরের মানুষ তাকে গ্রহন করবে এবং ভোট দিয়ে নির্বাচিত করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিবটিভির সিনিয়র সাংবাদিক মাহাবুবুর রহমান, বাদল, নিউজ টুয়েন্টিফোর টিভির বেলাল হোসেন রিজভী, দৈনিক বাংলা ও আলোকিত নিউজ পত্রিকার- ফায়েজুল শরীফ, ইনকিলাব পত্রিকার সাংবাদিক এ্যাডভোকেট সোহেল, মাই টিভি-মাসুদ সরদার, এশিয়ান টিভি- মহসিন তালুকদার, রুপালী বাংলাদেশ- ইমদাদুল হক মিলন,সময় টিভি- সঞ্জয় কুমার অভিজিৎ, চ্যানেল আই টিভি- রাহাত হোসেন, প্রথম আলো- অজয় কুন্ডু, সাংবাদিক আরাফাত হাসান সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড