আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
মিঠাপুকুরে শিক্ষক ছাত্র,ছাত্রীর উপস্থিতে
রেকর্ড করেন বায়ান্ন বাজার সওদাগর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১৭ জুলাই ২০২৫ রোববার সকাল ১১ টায় সরেজমিনে অনুসন্ধান চালাতে গিয়ে মিলেছে এ তথ্য ও চিত্র। উক্ত বিদ্যালয়ে শিক্ষকের পদ ৬ টি। ৬ জন শিক্ষক উপস্থিত ছিলেন, তারা হলেন, প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, সহকারী শিক্ষক শাহনাজ বেগম, মিজানুর রহমান, মাহমুদা খাতুন সিদ্দীকা, মনোয়ারা বেগম ও মুশরিফা খাতুন। শ্রেনী কক্ষে গিয়ে দেখা যায়, প্রাক ২৬ জনের মধ্যে ২৩ জন, ১ম শ্রেনী ১৮জনের মধ্যে ১৪ জন, ২য় শ্রেনী ২২ জনের মধ্যে ১৯ জন, ৩য় শ্রেনী ১৯ জনের মধ্যে ১৬ জন, ৪র্থ শ্রেনী ১৩ জনের মধ্যে ১১ জন ও ৫ম শ্রেনীতে ১১ জনের মধ্যে ১০ জন উপস্থিতি পাওয়া যায়। মোট ১০৯ জনের মধ্যে ৯৩ জন উপস্থিতি পাওয়া যায়। অপর দিকে খোড়াগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয় বর্তমান নাম মিঠাপুকুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১১ জন ছাত্র ছাত্রী বৃত্তি পরীক্ষা দিবেন। ওই ১১ জনের মধ্য ৬ জন ছাত্র ছাত্রী স্থানীয় কিন্ডার গার্ডেন দেলদার হোসেন আলোর দিশারী বিদ্যাপীঠ অধ্যায়ন রত আছে। বিদ্যালয় অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের নাম আওয়ামীলীগ সরকারের আমলে পরিবর্তন করায় দুঃখ প্রকাশ করেন।