ক্রীড়া ডেস্কঃ
টপ এন্ড টি-টোয়েন্টির এবারের আসরে বাংলাদেশ 'এ' দলের শুরুটা হয়েছিল পাকিস্তান শাহিনসের বিপক্ষে ৭৯ রানের বড় হার দিয়ে। তবে পরের ম্যাচে নেপালের বিপক্ষে ৩২ রানের জয়ে ঘুরে দাঁড়ায় নুরুল হাসান সোহানের দল।
কিন্তু পার্থ স্কর্চারস একাডেমির বিপক্ষে ফের ব্যাটিং ব্যর্থতায় হেরে গেল জাতীয় দলের আশেপাশে থাকা খেলোয়াড়দের নিয়ে গড়া 'এ' দল।
টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে হাতে ৫ উইকেট ও ১২ বল হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় পার্থ স্কচার্স। বাংলাদেশের পরের ম্যাচ মঙ্গলবার নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে।
ডারউইনে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই দলীয় ৯ রানে ওপেনার নাঈম শেখকে (৫) হারায় বাংলাদেশ। স্কোরকার্ডে ১ রান যোগ হতেই মাঠ ছাড়তে হয় সাইফকেও (১)। আগের ম্যাচে সর্বোচ্চ রান করা জিসান এবার ফেরেন মাত্র ৯ রান করেই। ৬ রান করেন অঙ্কন।
তবে এক প্রান্ত আগলে রেখেছেন মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন। তবে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। মাহিদুল ইসলাম অঙ্কন-নুরুল হাসান সোহানরা চেষ্টা করেছেন উইকেটে থিতু হওয়ার।
তবে কেউই ইনিংস বড় করতে পারেননি। আফিফ হোসেন অপরাজিত ৪২ রান করলে একশ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের পুঁজি মাত্র ১২৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৩৬ রানে ২ উইকেট হারায় পার্থ। হাসান মাহমুদের বলে হোল্ট ১ রানে ও রাকিবুলে গুডউইন করেন ১৭ রান করে। দলীয় ৪৭ রানে অধিনায়ক ফ্যানিংকে (৩) এলবির শিকার বানিয়ে ফেরান রাকিবুল। এছাড়া টেগু ওইলি করেন ৩১ রান।
দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করে অপরাজিত থাকেন জুয়েল কার্টিস। তার সঙ্গে ২৪ রান করে অপরাজিত থাকেন ম্যাথু স্প্রুস। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন নাঈম ও রাকিবুল। ১টি পান হাসান মাহমুদ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড