আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
মিঠাপুকুরে ডেভিলহান্ট ওয়ারেন্ট ইসু হওয়ায় মিলনপুর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান ১৪ আগষ্ট ২০২৫ বৃহস্পতিবার দুপুরে মিঠাপুকুর উপজেলা পরিষদ গেট চত্তর থেকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করেছেন থানা পুলিশ। তিনি সাবেক এমপি ও হত্যা মামলার আসামী এইচ এন আশিকুর রহমান ও তাঁর পুত্র রাশেক রহমানের অর্থ ডোনার ছিলেন। তিনি এমপি পুত্রকে ৩৫ লক্ষ টাকা দিয়ে নৌকা প্রতিক নিয়ে বিনা ভোটে ইউপি চেয়ারম্যান হয়েছেন বলে মিলনপুর বাসী অভিজ্ঞমহলের অভিযোগ। তাঁর ইট ভাটায় সরকারী বন বিভাগের গাছ দিয়ে ইট পোড়ানো হয় বলে এলাকাবাসীর অভিযোগ।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দীক এ প্রতিবেদককে ইউপি চেয়ারম্যান গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন। উক্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার হওয়ায় মিলনপুর ইউনিয়ে বিভিন্ন হাট বাজারে মিষ্টি বিতরণ করেছেন বলে জানাগেছে।