ক্রীড়া প্রতিবেদকঃ
পাকিস্তানের বড় দুই তারকা বাবর আজম ও মোহাম্মাদ রিজওয়ানকে ধুয়ে দিলেন সাবেক ক্রিকেটার বাসিত আলী।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৪ বছর পর ওয়ানডে সিরিজ হেরেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজের শুরুটা খারাপ ছিল না বাবর ও রিজওয়ানের। দলের জয়ের ম্যাচে বাবর করেছিলেন ৬৪ বলে ৪৭ রান, রিজওয়ান করেছিলেন ৬৯ বলে ৫৩। দুজনই অবশ্য বাজে সময়ে আউট হয়ে যান। পরে অভিষিক্ত হাসান নাওয়াজের ফিফটিতে জিতে যায় পাকিস্তান।
পরের ম্যাচে বাবর ফেরেন শূন্য রানে, রিজওয়ান করেন ৩৮ বলে ১৬। হেরে যায় পাকিস্তান। সিরিজ নির্ধারণী ম্যাচে বাবর ফেরেন ২৩ বলে ৯ রান করে, রিজওয়ান আউট হন প্রথম বলেই। ৯২ রানে বিধ্বস্ত হয় পাকিস্তান। ২০২ রানের জয়ে সিরিজ জিতে নেয় ক্যারিবিয়ানরা।
এই দুজনকে শূলে চড়িয়ে বাসিত আলি অভিযোগ করে বলেন, ক্যারিয়ারের শুরুতে যা পারফর্ম করেছে, এখনও সেসব বেঁচেই খাচ্ছে ওরা। এখন ওদের দিয়ে স্রেফ বিজ্ঞাপন করানো হোক।
ওরা কোচদের কথা শোনে না। ব্যাটিং যখন যা বলে, ওরা স্রেফ শোনার ভান করে। ইনজামাম, ইউসুফ বা ইউনিস খানের মতো কাউকে দরকার ওদের, যে ওদেরকে জাগিয়ে তুলবে। তবে ওরা দুজন জানে, এসব কেউ করবে না, কারণ কাউকেই আগে এসব করতে দেয়নি ওরা।
প্রচণ্ড ইগোর কারণে বাবরের পারফরম্যান্স পতনের দিকে বলেও মন্তব্য করেন বাসিত। আরেক সাবেক ক্রিকেটার কামরান আকমল অবশ্য এখানে একমত নন বাসিতের সঙ্গে। তবে বাবরের কাজিন সাবেক এই কিপার-ব্যাটসম্যানও সমালোচনা করলেন বাবরের।