বিয়ানীবাজার প্রতিনিধিঃ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, আমরা রাজনীতি করি ইসলামের স্বার্থে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা যার মধ্যে রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট নীতিমালা বিদ্যমান। যারা বলে ইসলামের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, তাদের বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি। ইসলামে রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়, বরং সকল ধর্মীয় বিধান মেনে চলা। দেশে অতীতে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া গড়ে তোলার মতো ঘটনা ঘটেছে। আমরা সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে তরুণ আলেম মুহাম্মদ ফখরুল ইসলামকে প্রার্থী করেছি। খেজুর গাছ প্রতীকে তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে ইনশাআল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি শায়খ আব্দুল মতিন নাদিয়া এবং যৌথভাবে পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমি ও গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ। উদ্বোধনী বক্তব্য রাখেন জমিয়তের প্রধান উপদেষ্টা শায়খ জিয়া উদ্দীন এবং প্রধান বক্তা ছিলেন সিলেট-৬ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি ও মৌলভীবাজার-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বদরুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা দক্ষিণের সভাপতি মুফতী মুজিবুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সহ-সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন, সিলেট জেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতী শিব্বীর আহমদ, সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন, গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ, বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের সভাপতি তোফায়েল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি নাইম আহমদ এবং বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জাহিদ আহমদ।
সমাবেশ শেষে বিয়ানীবাজার উপজেলা সদরে খেজুর গাছ প্রতীকের পক্ষে বর্ণাঢ্য প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড