পাবনা প্রতিনিধিঃ
গত ইং ১২/০৮/২০২৫ তারিখ রাত্রি ২৩.১৫ ঘটিকার সময় পাবনা সদর থানধীন রামচন্দ্রপুর মন্ডলপাড়া ঈদগাহ ময়দানের প্রধান গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে
০১ (একজন) অস্ত্রধারী আসামী গ্রেফতার। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ শরীফ ওরফে গুটে শরীফ (৩৮), পিতা: মো: জয়নাল সাং- দক্ষিণ রামচন্দ্রপুর (বাংলা বাজার হাউসিপাড়া)থানা ও জেলা পাবনা দেহ তল্লাশী করিয়া পরিহিত জিন্স প্যান্টের পিছন দিকে কোমরের মধ্যে গুজে রাখা অবস্থায় ১। একটি আট চেম্বার বিশিষ্ট .২২ ক্যালিবারের রিভলভার, যাহা .২২ বোরের ০৭(সাত)টি সচল লিথাল কার্তুজ দ্বারা LOADED অবস্থায় (যার ব্যারেল এর এক পাশে খোদাইকরা ইংরেজিতে MADE IN PAKISTAN লেখা আছে )। যাহার বডি সহ ব্যারেলের দৈর্ঘ্য ৭.৭৫ ইঞ্চি, ব্যারেলের দৈর্ঘ্য ৫ ইঞ্চি, কাঠের বাটের দৈর্ঘ্য.৫০ ইঞ্চি, বাটের উভয় পাশে স্ক্রুদ্বারা কাঠ সংযুক্ত। ফায়ারিং পিন ও ট্রেগার সংযুক্ত এবং ধৃত আসামীর পরিহিত জিন্স প্যান্টের পিছন ডান পকেট হইতে ২। ০৩(তিন)টি মাঝারি সাইজের ককটেল সাদৃশ্য বস্তু (০২টি কালো এবং ০১টি লাল রংয়ের কসটেপ দিয়ে প্যাঁচানো) জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই সংক্রান্তে পাবনা থানার মামলা নং-৩২,তাং-১৩/০৮/২০২৫ ইং, ধারা- ১৮৭৮ ARMS ACT 19A/19(F) এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪ ধারার রুজু হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড