ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশে উপার্জিত টাকা লেনদেনের জেরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে বাবু (২৪) নামে এক ওমানফেরত যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের বাবা রওশন গাজী (৫০) ও ভাই এমরান হোসেন (২২) গুরুতর আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বড়গাঁও গ্রামের গাজী বাড়িতে এই ঘটনা
এলাকাবাসী জানায়, নিহত বাবুর চাচা হাসান গাজী প্রবাসে থাকা অবস্থায় বাবুর কাছে কিছু টাকা পেতেন বলে দাবি করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসান ও তার দুই ছেলে শাকিল ও রাকিব ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবু, রওশন গাজী ও এমরান হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই বাবু মারা যান।
জানা যায়, আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে রওশন গাজী চিকিৎসাধীন রয়েছেন এবং গুরুতর আহত এমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর স্থানীয়রা হাসান গাজীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে তার দুই ছেলে শাকিল ও রাকিব পালিয়ে গেছে।
এ বিষয়ে চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, হামলাকারীদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। এছাড়াও দুইজন পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড